Top

ইসরায়েলি হামলায় হামাসের উপমন্ত্রী নিহত

০৭ জুলাই, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় হামাসের উপমন্ত্রী নিহত

ইসরায়েলি বিমান হামলায় গাজার উপ-শ্রমমন্ত্রী এহাব আল-ঘুসেইন গাজা সিটিতে নিহত হয়েছেন। এ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আজ রোববার (৭ জুলাই) ফিলিস্তিনি কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে হামাস জানিয়েছিল, গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দেওয়া একটি স্কুল ভবনে ইসরায়েলি বোমা হামলার পর তাদের কর্মীরা চারটি মৃতদেহ উদ্ধার ও অনেক আহতকে উদ্ধার করেছে।

আল-জাজিরার ফ্যাক্ট-চেকিং নিউজ এজেন্সি সানাদের যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলটির নিচতলায় বোমা হামলার পর কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষ স্কুল ছেড়ে পালিয়ে যাচ্ছে।

নিহত ও আহতদের শহরের আল-আহলি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৩৮ হাজার ১৫৩ জন নিহত ও ৮৭ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।

এএন

শেয়ার