ফেনীতে অটোরিক্সা চালক মঞ্জুর আলম হত্যাকাণ্ডে মামলার প্রধান আসামি মো. আইউব খান প্রকাশকে (তারা) স্ত্রীসহ গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (০৮ জুলাই) তাদেরকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত মঞ্জুর আলম ফেনী জেলার সদর উপজেলার লেমুয়া মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিক্সা চালক ছিলেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত দেড় বছর আগে সাফিয়া আক্তার মনির সাথে ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হন মঞ্জু। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী মঞ্জুর আলম স্ত্রী সাফিয়া আক্তার মনিকে তালাক প্রদান করেন। উক্ত তালাক প্রদানকে কেন্দ্র করে সাফিয়া আক্তার মনি ভুক্তভোগী মঞ্জুর আলমকে হত্যার হুমকি প্রদান করেন।
গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত ভুক্তভোগী মঞ্জু আলমের পরিবার তার কোন সন্ধান না পেয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারেন যে, পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী হাসপাতালে প্রেরণ করেছে। পরবর্তীতে মঞ্জুর আলমের পরিবার হাসপাতালের মর্গে গিয়ে অজ্ঞাত লাশটি মঞ্জুর আলমের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় মঞ্জুর আলমের প্রথম স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় তিন জনকে এজাহারনামীয় এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে র্যাব-৭ ফেনী বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে।
নজরদারির এক পর্যায়ে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৭ এর একটি অভিযানিক দল রোববার (০৭ জুলাই) বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. আইউব খান প্রকাশ (তারা) এবং তার সহযোগী চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানাধীন বিশ্ব কলোনী এলাকা থেকে মো. আইউব খান প্রকাশ তারা (৩০) ও তার স্ত্রী সাফিয়া আক্তার মনিকে (২৬) গ্রেপ্তার করেন।
র্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে বলেন, তারা পরস্পর যোগসাজশে পূর্ববিরোধের জের ধরে ভিকটিম মঞ্জুর আলমকে ঘটনার দিন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে এবং মুখমণ্ডল থেতলানো সহ দাঁত উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে মামলা দায়েরের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে তারা নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ এলাকায় আত্মগোপনে ছিল।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এএন