Top
সর্বশেষ

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শিক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ

১৪ জুলাই, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শিক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ

সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীদের গণপদযাত্রা জিরো পয়েন্টে পৌঁছালে বাধা দিয়েছিল পুলিশ। তবে সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে চলে যান শিক্ষার্থীদের একাংশ। এবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের আটকে দিয়েছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের পুলিশ ব্যারিকেড ভেঙে বঙ্গবভনের দিকে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পুলিশ তাদের আটকে দেয়।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিপুল সংখ্যক পুলিশ ও শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছেন। জলকামানসহ সেখানে ব্যারিকেড গড়েছেন পুলিশ সদস্যরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ১০ মিনিট) পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

পদযাত্রা নিয়ে বের হলে শিক্ষাভবন ভবন মোড়ে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে সচিবালয় সড়কে প্রবেশ করেন। সেখানে বাধা পেলে তারা জিরো পয়েন্টে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। শিক্ষার্থীদের ১০ জন প্রতিনিধি রাষ্টপতি ভবনে যাবেন বলে জানান।

বিএইচ

শেয়ার