Top

খুলল সরকারি-বেসরকারি অফিস

২৪ জুলাই, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ
খুলল সরকারি-বেসরকারি অফিস

কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক দিনের সহিংসতায় স্থবির হয়ে পড়ে জনজীবন। বাধ্য হয়ে কারফিউ জারি করে সরকার। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আজ ও আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ বহাল থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। বাকি জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।

একই সাথে কারফিউ কিছুটা শিথিল হওয়ায় দেশজুড়ে সাধারণ ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, বুধবার সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত।

এদিকে ইন্টারনেট সেবা দ্রুত চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, মঙ্গলবার রাত থেক পরীক্ষামূলক চালু করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে ফেসবুক, ইউটিউবসহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম।

এম জি

শেয়ার