Top
সর্বশেষ

সাত কলেজের অনার্স সব বর্ষেরই ফরম পূরণের সময় বাড়লো

১৮ অক্টোবর, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ
সাত কলেজের অনার্স সব বর্ষেরই ফরম পূরণের সময় বাড়লো

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষের নিয়মিত-অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের সময় ২১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় যে সকল শিক্ষার্থী এখনো ফরমপূরণ করতে পারেনি তারা ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পরীক্ষার ফরমপূরণের এবং কলেজ কর্তৃক ভেরিফাই করার তারিখ, কলেজ অধ্যক্ষদের সুপারিশের প্রেক্ষিতে এই সময় বাড়ালো হলো। সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্বার্থে এই তারিখের পর বিলম্বে ফরমপূণের সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে কলেজ থেকে এই তারিখের পর কোন বিলম্ব ফরমপূরণের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এনজে

শেয়ার