Top
সর্বশেষ

চাঁদাবাজি করলে সেনাপ্রধানকে বলেছি পা ভেঙে দিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ আগস্ট, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
চাঁদাবাজি করলে সেনাপ্রধানকে বলেছি পা ভেঙে দিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

যারা দখলদারিত্ব বা চাঁদাবাজি করবে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আমি এরকম কর্মকাণ্ড যারা করবে তাদের পা ভেঙে দিতে। আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল। আমার কানে এসব আসলে ভালো হবে না।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি৷

এম সাখাওয়াত হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখুন। এত বড় একটি দল, ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, এখন তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় এসে আপনি যদি মনে করেন, এলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব… সেনাপ্রধানকে বলেছি আপনাদের পা ভেঙে দিতে।

চাঁদাবাজি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুনেছি কারওয়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন, কিছুক্ষণ আগে শুনেছি একটি ব্যাংক দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে। আমার কানে এলে ভালো হবে না। আমি পাবলিকও না, পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড, আমি ফৌজি। আমি যা বলব, তাই করব, একদিন থাকি আর তিনদিন থাকি।

এম পি

শেয়ার