Top
সর্বশেষ

বাগেরহাটে ৮০ দম্পতি পেলেন হাইজিন সামগ্রী

১২ আগস্ট, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
বাগেরহাটে ৮০ দম্পতি পেলেন হাইজিন সামগ্রী
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে ৮০ দম্পতির মাঝে হাইজিন সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে এই সামগ্রী বিতরণ করা হয়। এর পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে এবং উত্তরণের আয়োজনে মেনকেয়ার বিষয়ক গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উত্তরণের প্রজেক্ট অফিসার মালোবিকা বিশ্বাস, মনিটারিং অফিসার শুভ পথিক দাস , সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর আরিফ হোসেন মোল্লাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের অধীনে গ্লোবাল অফিয়াস্ কানাডার অর্থায়ানে রামপাল উপজেলায় ৮ টি দলে মোট ১৬০ জনকে হাইজিন সামগ্রী প্রদান করা হয়েছে। সামগ্রীর মধ্যে বালতি, ২টি সাবান, হারপিক, স্যানিটারি ন্যাপকিন, হান্ড ওয়াশ, ডিটারজেন্ট, টুট পেস্ট ও স্যাভলন রয়েছে।

এসকে

শেয়ার