ব্যাংকগুলোকে আর বেআইনি সুবিধা দেয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, শরীয়াহ ব্যাংকসহ কোনো ব্যাংকে আর বেআইনিভাবে তারল্য সহায়তা দেবে না কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীরা এস আলমের ব্যাংক থেকে টাকা তুললে সেটা তাদের কর্মের ফল। কে কোথায় টাকা রাখবে সেই অধিকার আমানতকারীর।
মঙ্গলবার (২০ আগস্ট) ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অনিয়সে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। তবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কেননা, প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। এছাড়া দূর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
তিনি বলেন, ১০০০ টাকার নোট বাতিলের কোনো চিন্তা নেই।
এম জি