Top
সর্বশেষ

‘পোশাক কারখানায় ভাঙচুরকারীরা বহিরাগত, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব’

০৪ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
‘পোশাক কারখানায় ভাঙচুরকারীরা বহিরাগত, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব’

এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, পোশাক কারখানায় যারা ভাঙচুর করছে তারা শ্রমিক না, বহিরাগত। শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেয়া হবে। বহিরাগতদের এ ভাঙচুরের কারণে দেশের ৫০ লাখ শ্রমিকের কষ্ট হচ্ছে। এদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসকক্ষে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, আজকের বৈঠকটা হচ্ছে শ্রমিক অসন্তোষ নিয়ে। আমাদের কথা হচ্ছে প্রকৃত শ্রমিক যারা, তারা অন্তত নিজের বাড়ি (কর্মস্থল) পোড়াবে না। শ্রমিকরাই বলেছেন, প্রকৃত শ্রমিকরা এ ধরনের কোনও বিশৃঙ্খলা করছেন না। কারণ এটা তাদের জীবিকা।

তিনি বলেন, আপনারা দেখবেন যেগুলো আমাদের ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রি, যেমন প্রাণ কোম্পানিকে জ্বালিয়ে দেয়া হলো। সেখানে তো কখনও শ্রমিক বিশৃঙ্খলা ছিল না। এটা যদি নষ্ট হয়, তাহলে ফরেন কারেন্সি আসা বন্ধ হয়ে যাবে। লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। তাহলে কার লাভ হবে? এসব বিষয় চিন্তা করেই আমাদের এগোতে হচ্ছে। শ্রমিকরা এখানে কোনও ডিস্টার্ব করছে না। যারা করছে, তাদের অধিকাংশই বহিরাগত। এসব বহিরাগতকে কিভাবে মোকাবেলা করা যায়, সেজন্য হয়তো আমাদের একটু কঠোর হতে হবে, শক্ত হতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিক বাঁচাতে অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেয়া হবে। শ্রমিক আন্দোলন বন্ধে বাহিনী ব্যবহার করা হবে। পুলিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার বলেও জানান তিনি।

এম জি

শেয়ার