Top
সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ভিসি হান্নান চৌধুরী

১২ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ
নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ভিসি হান্নান চৌধুরী

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিভাগের অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।‌

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

এম জি

শেয়ার