Top

আড়াই কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
আড়াই কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

মেহেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে জেলার আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। বিজিবির দাবি আটকরা চিহ্নিত চোরাকারবারী।

আটকরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)। তাদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহনে স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আমঝুপি মেইন রোডে অবস্থান নেয় এবং জে আর পরিবহন বাসে তল্লাশি চালায়। এ সময় আলাল হোসেন ও রাজিব হোসেনের কাছে স্বর্ণের বার পাওয়া গেলে তাদের আটক করা হয়। স্বর্ণের বার ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এম জি

শেয়ার