Top
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক কিশোরের মৃত্যু, চলতি মাসে পাঁচ মৃত্যু

১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক কিশোরের মৃত্যু, চলতি মাসে পাঁচ মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা পাঁচ জনে দাঁড়াল। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

মৃত কিশোরের নাম ওয়াহিদুর রহমান (১৬), সে বান্দরবানের বাসিন্দা। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ওয়াহিদকে। সেদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে এবং পাঁচজন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩১ জন নগরে এবং ৩৩৩ জন উপজেলায়। চলতি সেপ্টেম্বর এ পর্যন্ত ১৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

এম পি

শেয়ার