Top
সর্বশেষ

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনঃবহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনঃবহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি :

বাংলাদেশ রাইফেলস’র (বিডিআর) চাকরিচ্যুত ১৮ হাজার ৫২০ জন সদস্যকে চাকরিতে পুনঃবহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাকরিচ্যুত সুবেদার মেজর মোহাম্মদ ইসমাইল, জহিরুর রহমান, হাবিলদার বিল্লাল হোসেন, নায়েক সহকারী মনিরুল ইসলাম, হাবিলদার আব্দুর রশিদ ও ল্যান্স নায়েক নওশেরসহ অর্ধশতাধিক সদস্য।

বক্তব্যে মোহাম্মদ ইসমাইল বলেন, চাকরিচ্যুত ১৮ হাজার ৫২০ জনকে চাকরিতে পুনবহাল করতে হবে। পিলখানা হত্যাকান্ডে শাহাদাৎ বরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দিতে হবে। ২৫ ফেব্রুয়ারি দিনটিকে পিলখানার ট্রাজেডি দিবস হিসাবে ঘোষণা করতে হবে। পিলখানার ঘটনাটি ছিল হত্যাকান্ড। কিন্ত বলা হচ্ছে বিডিআর বিদ্রোহ। বিজিবি নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর রাখতে হবে।

এম জি

শেয়ার