Top

নার্সদের নিয়ে কটূক্তি, মহাপরিচালকের পদত্যাগ দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
নার্সদের নিয়ে কটূক্তি, মহাপরিচালকের পদত্যাগ দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ
জয়পুরহাট প্রতিনিধি :

নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জয়পুরহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখানে মানববন্ধন করেন জেলায় কর্মরত নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ আকলিমা খাতুন, জেলা সমন্বয়ক আয়েশা সিদ্দিকা, শাহানারা বেগম, কোহিনূর বেগম, শাহানাজ বেগম, জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল ইমন, সদস্য সচিব তাজমিরা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এর পদত্যাগ চান। সেইসাথে নার্সিং ও মিডওয়াইফারি এর মহাপরিচালকসহ সকল পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স ও মিডওয়াইফদের পদায়ন করার দাবি জানান।

এম জি

শেয়ার