জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহরের গুলশান মোড়-দেবীপুর রেলগেইট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
নয়া পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান , গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুস্কৃতিকারীরা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের দেবীপুর রেলগেইট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৭.৬২ মিমি একটি পিস্তল, ৩৭ রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মুঠোফোনে জানান, উদ্ধার করা অস্ত্র-গুলি জয়পুরহাট থানার জব্দ তালিকা মূলে জমা করা হয়েছে।
তিনি আরো জানান, জয়পুরহাট থানা থেকে লুট হওয়া ৪৪টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৩৮টি উদ্ধার করা হয়েছে।
এসময় জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির, পুলিশের ডিআইও-১ কাওসার আলী, এসআই মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি