Top

আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ গ্রেপ্তার ৩

২০ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধরখার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার চেলে কাউছার মিয়া (৪০), বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২) এবং ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫)।

জব্দকৃত ভারতীয় কফির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এসময় কফি বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করে থানায় আনা হয়।

জানা যায়, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিমের নেতৃত্বে এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন। ভারতীয় কফি নিয়ে একটি পিকআপ ভ্যান কসবা থানা এলাকা থেকে সিলেট-কুমিল্লা হাইওয়ে রোডে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে আসার খবর পায় পুলিশ। পরে ধরখার বাসস্ট্যান্ড রাস্তার উপর পুলিশ অবস্থান করে পিকআপটি থামানোর জন্য ব্যারিকেড দেয় পুলিশ। পুলিশ দেখে আসামীরা পিকআপটি ঘটনাস্থলে থামিয়ে পালানোর চেষ্টা কালে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম জানান, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এম জি

 

শেয়ার