Top

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ছয় দিন

২৫ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ছয় দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম খোলা থাকবে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আগামী ১০ অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে জন্য ভারতীয় ব্যবসায়ীরা আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এ সময় পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এম জি

শেয়ার