মাদারীপুরের কালকিনিতে একটি সরকারি খাল দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার ঝাউতলা গ্রামের পালপাড়ার খালটি দখল মুক্ত, বাঁধ কেটে দেয়া ও সংস্কারের কাজ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহাবুবা ইসলাম, পৌর সভার সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন, কাউন্সিলর মো. নাসির শিকদার, মো. মেসবাউল হক ও মো. আনিসুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক উত্তম কুমার দাশ বলেন, পালপাড়ার খালটি দখল মুক্ত, বাঁধ কেটে দেয়া ও সংস্কারের কাজ উদ্বোধন করা হয়েছে। তবে পর্যায়ক্রমে পৌর এলাকার সব কয়টি খাল দখল মুক্ত করা হবে।
কালকিনিতে দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত এসআর শফিক স্বপন মাদারীপুর আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহাবুবা ইসলাম, কালকিনি থানার ওসি মো. হুমায়ন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রমথ মন্ডল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি ভবতোষ দত্ত ভজন প্রমুখ।
এম জি