Top
সর্বশেষ

মেক্সিকোয় শস্য উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
মেক্সিকোয় শস্য উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা

মেক্সিকোয় ২০২৪-২৫ অর্থবছরে শস্য উৎপাদন বাড়তে পারে। দেশটিতে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিক গড়ের তুলনায় বেশি। এতে দেশটির কৃষিখাতে খরাজনিত বিপর্যকর পরিস্থিতি থেকে উত্তোরণের সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্টের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ড-গ্রেইনডটকম।

এ ব্যাপারে এফএএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মেক্সিকোয় ২ কোটি ৫০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। চাল উৎপাদন বাড়তে পারে গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ। উৎপাদন পৌঁছতে পারে ১ লাখ ৬০ হাজার টনে। সরগম উৎপাদন ৪ শতাংশ বেড়ে ৪৭ লাখ টন হতে পারে।

তবে পূর্বাভাসে এফএএস জানায়, ২০২৪-২৫ অর্থবছরে মেক্সিকোয় গম উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কমে যেতে পারে। এ সময় মোট উৎপাদন দাঁড়াতে পারে ২৬ লাখ টনে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধান উৎপাদনকারী এলাকায় দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতি দেশটির গম উৎপাদনে প্রভাব ফেলবে।

এনজে

শেয়ার