Top
সর্বশেষ
আত্মসমর্পণ করে কারাগারে গেলেন মাহমুদুর রহমান কুষ্টিয়ায় মাক্রোবাসের ধাক্কায় ৪ শিক্ষার্থীর প্রাণহানি ভারী বর্ষণে ডুমুরিয়ায় মৎস্য খাতে ক্ষতি ৬০ কোটি টাকার উর্ধ্বে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি শাহবাজের, পাল্টা সতর্কতা ভারতের সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ১৬ কারখানা  দিনাজপুরে জাল চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা চাল রপ্তানিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ভারতের থাইল্যান্ডে চালের দাম কমে এক বছরের সর্বনিম্নে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তীব্র আঘাত, নিহত ৪৬

হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারতীয় কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৮০ টাকা। প্রকার ভেদে ১৪০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে বর্তমান ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যে ভারতীয় কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি হিসেবে এখন তা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।

কয়েক দিনের টানা বর্ষায় দেশি কাঁচা মরিচের খেত নষ্ট হয়ে গেছে। আবার ভারতেও বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে, এই জন্য ঐদেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল মান্নান বলেন, গত কয়েকদিন আগেও ১৪০ টাকা কেজি কাঁচামরিচ কিনলাম। আজ তার কেজি ২২০ টাকা। হঠাৎ এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ চলবো কি করে?

হিলি বাজারে পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, দেশে বর্ষার কারণে কৃষকের খেত নষ্ট হয়ে গেছে। যার কারণে দেশি কাঁচা মরিচের আমদানি একেবারেই নেই। আবার ভারতে টানা বৃষ্টির জন্য ঐদেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছি। আজ প্রকার ভেদে ১৯০ আর ২১০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি।

এম জি

শেয়ার