Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে ভিটে মাটি রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধন

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ভিটে মাটি রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি :

রহমতখালী ও ওয়াপদা নদীর ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দিসহ ৪টি ইউনিয়নের বসতবাড়ি, স্কুল-মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ ফসলি জমি। ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেয়ার দাবিতে নদীর দুই পাড়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন চলে বেলা ১২টা পর্যন্ত। স্থানীয় চাঁদখালী বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে দাবি আদায়ের ব্যানার হাতে নিয়ে স্থানীয় স্কুল, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মাওলানা ইয়াকুব শরীফ, প্রফেসর আব্দুর রহমান জাহাঙ্গীর, ব্যাংক কর্মকর্তা মো. জামাল উদ্দিন, এড. শরীফ হোসেন শ্যামল, ইউপি মেম্বার জহিরুল ইসলাম, ওমর ফরুক, মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল হক, স্থানীয় এলাকাবাসী মাওলানা তারেক, মাওলানা মোসাদ্দেক প্রমুখ।

এম জি

শেয়ার