Top

ঈশ্বরদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
ঈশ্বরদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করেন ঈশ্বরদী উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম। সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম শহিদ, পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামানিক, বাংলাদেশ জাতীয়তাবাদি দল উপজেলা বিএনপির এক অংশের আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, পৌর বিএনপির সদস্য সচিব ও প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, উপজেলা প্রকৌশলী এনামুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মুত মাইন্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বি, সিয়াম
সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, স্বাস্থ্য, রেজিস্ট্রি অফিস, শিক্ষা অফিস, ভুমি অফিস, কোথাও দুর্নীতির স্থান হবে না। মাদক নির্মুল করতে হবে এবং আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটলে কঠোর হস্তে দমন করতে হবে। মতবিনিময় সভা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এর আগে নবাগত জেলা প্রশাসক ঈশ্বরদী পৌঁছালে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এম জি

শেয়ার