Top

কেশবপুরে বিজয় মিছিলে ভাঙচুরের বর্জ্য অপসারণ করেছে শিক্ষার্থীরা

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
কেশবপুরে বিজয় মিছিলে ভাঙচুরের বর্জ্য অপসারণ করেছে শিক্ষার্থীরা
কেশবপুর প্রতিনিধি :

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে কেশবপুরে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে জনগণ। এ সময় উপজেলায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে কেশবপুরে উপজেলা পরিষদে ধ্বংসযজ্ঞ হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

সরেজমিনে দেখা যায়, হাতে গ্লাভস পরে, মুখে মাক্স দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই উপজেলা পরিষদের চত্বর পরিষ্কার করেছেন। চত্বরে থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুর উপজেলার সমন্বয়করা বলেন, বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগ এই কাজে নেমেছি। পোড়া জিনিসপত্র পড়ে উপজেলা চত্বর অপরিষ্কার থাকায় জনগণ ভোগান্তি সৃষ্টি হচ্ছে চলাচল করতে পারছেন না। তাই জনগণের সুবিধার্থে উপজেলা চত্বর পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে, আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।

এম জি

শেয়ার