Top
সর্বশেষ

ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

০১ অক্টোবর, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশন এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টা ২০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ধলা স্টেশনে যাত্রাবিরতি ছিল না। স্টেশনটি অতিক্রম করার সময় রাত ৯ টা ২০ মিনিটের দিকে ট্রেনের পাওয়ার কারের বগিটি লাইচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

খবর পেয়ে বগিটি উদ্ধারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ ফারুক হোসেন খান।

বিএইচ

শেয়ার