Top

নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

০৫ অক্টোবর, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এসময় ১০কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা ও ৯টি মোবাইল’সহ এক নারী এবং এক পুরুষকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ভোরে কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন, বীরকোট গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাদক বেলাল হোসেন (৪৫) ও বেলালের স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশারপাড় ইউনিয়নে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় বীরকোট গ্রাম থেকে এলাকার চিহ্নিত মাদক কারবারি বেলাল ও তার স্ত্রী বকুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নগদ টাকা ও মোবাইলগুলো জব্দ করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদক কারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারা কারা প্রেরণ করা হবে।

এনজে

শেয়ার