Top

ভোটাধিকার ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা ফারুকের

০২ অক্টোবর, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
ভোটাধিকার ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা ফারুকের

আগামী দিনে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।

বুধবার (২ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের কাছে প্রশ্ন রেখে ফারুক বলেন, এখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার করা হলো না, তা এদেশের মানুষ জানতে চায়। বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, যারা হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। একইসঙ্গে এখনও আশুলিয়া, গাজীপুরে পোষাক শ্রমিকদের ওপর হামলা হচ্ছে কেন, সেই প্রশ্ন তোলেন। দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি তোলেন তিনি।

এম জি

শেয়ার