Top
সর্বশেষ

শেরপুরের ২ উপজেলায় বন্যায় ৭ হাজার ঘরবাড়ি বিধস্ত

১৫ অক্টোবর, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
শেরপুরের ২ উপজেলায় বন্যায় ৭ হাজার ঘরবাড়ি বিধস্ত

শেরপুর প্রতিনিধি: চার দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার অন্তত প্রায় সাত হাজার ঘরবাড়ি বিধস্ত হয়েছে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন  করছে হাজারো পরিবার।

জেলার নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া গ্রামের হারুন মিয়া জানান,পাহাড়ি ঢলের পানিতে তাঁর ঘরবাড়িসহ সব ভাসিয়ে নিয়ে গেছে। এরপর থেকে খোলা আকাশের নীচে নির্ঘুম রাত্রি যাপন করছেন।তার মতো একই অবস্থা এ এলাকার আরো অনেকের। ভয়াবহ পাহাড়ি ঢলে ভাসিয়ে নিয়ে গেছে তাদের আশ্রয়স্থল ঘরবাড়ি।

স্থানীয়রা আরও জানায়,এবার স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢল দেখেছে শেরপুরবাসী। প্রতি বছর বর্ষায় দুই তিনবার ঢলে ভাসলেও এমন তাণ্ডবলীলা কেউ দেখেনি আগে। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ৪টি নদী পারের মানুষ কোন কিছু বুঝে উঠার আগেই সব লণ্ডভণ্ড করে দেয় ঢল। পানি কমতেই ভেসে উঠছে তাণ্ডবলীলার চিত্র। এ বন্যায় জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার অন্তত সাত হাজার কাঁচা, আধা পাকা, পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। ঢলের স্রোতের সামনে যা যা পরেছে সব মিশিয়ে দিয়েছে মাটির সাথে, নয়তো নিয়ে গেছে ভাসিয়ে। সব হারিয়ে দিশেহারা এসব পরিবার। পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরেছে মানুষ। ঘর না থাকায় খোলা আকাশের নীচেই অবস্থান তারা।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনে সহায়তা করা হবে।

তারা আরও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। টিন ও নগদ অর্থ বরাদ্দ পাওয়ার পর ক্ষতিস্তদের মাঝে বিতরণ ও পুনর্বাসন করা হব।

এনজে

শেয়ার