Top

বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

২৪ অক্টোবর, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় দানার কারণে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। সেজন্য নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই কারণে বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া পরিস্থিতি বুঝে ঢাকা-বরিশাল রুটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এম জি

শেয়ার