বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, গণহত্যার বিচারের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, এতে কোন প্রকার ছাড় নাই।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে গোবিন্ধগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত বদ্ধপরিকর। কারণ আন্দোলনের মূল থিম ছিলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এর জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব দিতে হবে। মানুষ এখন আর ফ্যাসিবাদী চায় না। এজন্যই শেখ হাসিনাকে পালাতে হয়েছে। পালিয়েও পার পাবে না, গণহত্যার অবশ্যই বিচার হবে। গণহত্যার বিচারের বিষয়ে সকলেই ঐক্যবদ্ধ, এবষিয়ে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
গোবিন্ধগঞ্জ উন্নয়ন ফোরাম গাজীপুরের সভাপতি আজহার আলী প্রধানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ সফি উদ্দিন, গাইবান্ধা জেলার সাবেক আমীর গোবিন্দগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
এম জি