Top

দুর্নীতিরোধে সকলের জায়গা থেকে সচেতন হতে হবে: জেলা প্রশাসক

২৮ অক্টোবর, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
দুর্নীতিরোধে সকলের জায়গা থেকে সচেতন হতে হবে: জেলা প্রশাসক
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, বাংলাদেশের কাঙ্খিত উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। দুর্নীতিরোধে সকলের জায়গা থেকে সচেতন হতে হবে। সবার আগে নিজ নিজ পরিবার থেকে এ সচেতনতা গড়ে তুলতে হবে। দুর্নীতিরোধ করতে না পারলে কাঙ্খিত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

সোমবার (২৮অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি লক্ষ্মীপুর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেন।

এতে স্থানীয় প্রশাসন এবং জেলা-উপজেলা পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান।

সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আহমদ কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন, টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, সনাক সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সনাক সদস্য প্রফেসর রফিকুল আহসান, ডাঃ নিজাম উদ্দিন, রাজীব হোসেন রাজু, ইয়েস দলনেতা তারেক হোসেন, সহ দলনেতা আবু সালেহ রুবায়েদ, শিউলি আক্তার সহ অন্যান্য ইয়েস সদস্যবৃন্দ।

এম জি

শেয়ার