Top

ভোলায় পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

২৮ অক্টোবর, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ
ভোলায় পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিনে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মিম আক্তার (১০), মারজিয়া আক্তার (৮) ও রাফিয়া আক্তার (৯)। মিম আক্তার ও মারজিয়া আক্তার জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মো. হোসেনের মেয়ে এবং রাফিয়া আক্তার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের মো. গোলাম মোর্শেদের মেয়ে।

মৃতের স্বজনরা জানান, মিম ও মারজিয়া মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে যায়। দুপুরের তিন শিশু বসতঘরের পাশে পুকুর গোসল করতে যান। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনু হাওলাদার নুর হোসেনের তিন নাতিন পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে দুপুর আড়াইটার দিকে পুকুরে জাল ফেরে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় তজুমদ্দিন থানায় তিনটি অপমুত্যুর মামলা হয়েছে।

বিএইচ

শেয়ার