Top

কসবা উপজেলা ছাত্র অধিকার পরিষদের ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

২৯ অক্টোবর, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
কসবা উপজেলা ছাত্র অধিকার পরিষদের ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়ীয়া জেলার আওতাধীন কসবা উপজেলা শাখার আহবায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি এবং সাধারণ সম্পাদক সালমান ইসলাম আরিয়ান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে

মোঃ বিল্লাল সরকার কে আহ্বায়ক এবং মোঃ সামিউল ইসলাম বাপ্পি কে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হলেন মোঃ নিজাম আহাম্মেদ এবং যুগ্ম-আহ্বায়ক হলেন -মোঃ নাবিল, মোঃ জিহাদুল ইসলাম, মোঃ শিহাব, মোঃ ইয়াছিন আরাফাত তানভীর, মোঃ হোসাইন ভূইয়া, মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ সানাউল, মোঃ মুস্তাকিম এবং মোঃ শাহিন।

সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হলেন মোঃ জাবের আহাম্মেদ এবং যুগ্ম-সদস্য সচিবর হলেন- মোঃ আমিনুল ইসলাম, তন্ময় চন্দ্র দাস, মোঃ ফাহাদ, মোঃ আশরাফুল আলম, মোঃ মাহদি ইসলাম বাইজিদ, মোঃ আনাস, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রায়হান এবং মোঃ হৃদয়।

কার্যকরী সদস্য হলেন-মোঃ সিফাত, মোঃ তানভির, মোঃ মাসুদ, মোঃ রিয়াদুল ইসলাম, মোঃ তামিম, মোঃ সানি, মোঃ সাইফুল, মোঃ শাহপরান, মোঃ রায়হান কবির, মোঃ জসিম এবং মোঃ জুনাক সরকার।

নবনির্বাচিত নেতৃবৃন্দরা জানান, ছাত্রদের অধিকার আদায় এবং রাষ্ট্র সংস্কারের জন্য তারা কাজ করে যাবে। জনতার অধিকার আমাদের অঙ্গিকার, আমাদের অঙ্গিকার দেশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের নতুন দল গণ অধিকার পরিষদ (জিওপি) এর অঙ্গসংগঠন ছাত্র অধিকার পরিষদ সারাদেশে কাজ করে যাচ্ছে । গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান ঘোষণা দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দিবেন।

এনজে

শেয়ার