Top

শ্রীপুরে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিবের বাসায় দুর্ধর্ষ চুরি

২৯ অক্টোবর, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
শ্রীপুরে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিবের বাসায় দুর্ধর্ষ চুরি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তারের গ্রামের বাড়ীতে দুর্ধর্ষ চুরির সংঘটিত হয়েছে। সঙ্ঘবদ্ধ চোর ওই বাড়ীর চারটি কক্ষের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটে নেয়। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৯টা থেকে ১০ টার মধ্যে শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি ওই কর্মকর্তার বাড়ীতে চুরির ঘটনা ঘটে।

উপসচিবের ছোট ভাই ইব্রাহিম খলিল জানান, স্থানীয় ২নং সিএন্ডবি বাজারে তার লাইব্রেরী রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় সে বাড়ীর গেট তালা দিয়ে দোকানে চলে যায়। বাড়ীতে কেউ ছিল না। রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ীতে এস দেখতে পায় গেট খোলা। তখন ভয়ে তিনি ভিতরে না ঢুকে আশপাশের লোকজনকে সাথে নিয়ে বাড়ীতে ঢুকে বারান্দার গ্রীলের দরজার তালা ভাঙ্গা এবং চারটি কক্ষের আসবাবপত্র এলামেলো অস্থায় মেঝেতে পড়ে রয়েছে। সঙ্ঘবদ্ধ চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ রাত ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করে।

শ্রীপুর থানা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, উপসচিবের বাসায় কেউ ছিল না। চোরেরা বাসার গেট টপকিয়ে ভিতরে প্রবেশ করে। তারা কক্ষের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।

এনজে

শেয়ার