Top

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য বেল্টুর মৃত্যু

২৯ অক্টোবর, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য বেল্টুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ সদর আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার সময় নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি ঝিনাইদহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কলাবাগান এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।

সাবেক সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাড়িতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু। এরপর স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বলেন, আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারালাম। সকল স্তরে তার জনপ্রিয়তা ছিল। এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুনামের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এনজে

শেয়ার