চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৫টি র্যাম্প আপাতত নির্মাণ করা হচ্ছে না। পরবর্তীতে নির্মাণের সুযোগ রেখে আপাতত ৯টি র্যাম্প নির্মাণের পরই প্রকল্পের কাজ শেষ করা হবে। মূল নকশা থেকে ৫টি র্যাম্প বাদ দেয়া হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কানেক্টিভিটিতে বড় কোন সমস্যা হবে না বলেও মনে করা হচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রথম বোর্ড সভায় সোমবার (২৮ অক্টোবর) এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
সিডিএ সূত্র জানিয়েছে, নগরীর যানজট নিরসনসহ বহুমুখী লক্ষ্যকে সামনে নিয়ে পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরীর লালখান বাজারে ইতোপূর্বে নির্মিত আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের সাথে যুক্ত হবে। এতে পতেঙ্গা থেকে বহদ্দারহাট পর্যন্ত ২২ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ফ্লাইওভারের উপর দিয়ে শহরের অধিকাংশ যানবাহন চলাচল করবে। ইতোমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
এক্সপ্রেসওয়ের কানেক্টিভিটি বাড়ানোর জন্য মূল ফ্লাইওভার থেকে ৮টি এলাকায় ১৪টি র্যাম্প নির্মাণের ব্যবস্থা রেখে নকশা প্রণয়ন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। তবে ইতোমধ্যে কয়েকটি র্যাম্প নিয়ে আপত্তি উঠে। বিদ্যমান পরিস্থিতিতে নগরীর টাইগারপাসের একটিসহ মোট ৫টি র্যাম্প নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে সিডিএ। তবে এসব র্যাম্প পরবর্তীতে নির্মাণ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত করার ব্যবস্থা রাখা হচ্ছে। এই পাঁচটি র্যাম্পের মধ্যে টাইগারপাস অংশে পলোগ্রাউন্ডের দিক থেকে ওঠার র্যাম্প, আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে নামার র্যাম্প, কেইপিজেডে নামার র্যাম্প এবং আগ্রাবাদের এক্সেস রোডে উঠা ও নামার দুইটি র্যাম্প এখন নির্মাণ করা হবে না। শুরুতে আগ্রাবাদে চারটি, টাইগারপাস, নিমতলা, সিইপিজেড ও কেইপিজেড এলাকায় দুটি করে এবং জিইসি মোড়, ফকিরহাটে একটি করে র্যাম্প নির্মাণের কথা ছিল। আগ্রাবাদ এলাকার চারটির মধ্যে জাতিতাত্ত্বিক জাদুঘর সড়কে একটি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সড়কে একটি এবং আগ্রাবাদ এক্সেস সড়কে দুটি র্যাম্প নির্মাণের কথা ছিল। এখন সেখানে একটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে। রেলওয়ে থেকে জায়গা নিয়ে ডেবারপাড়ে এই র্যাম্প নির্মাণ করা হবে। যা দিয়ে আগ্রাবাদ এলাকা থেকে ফ্লাইওভারে উঠে পতেঙ্গা যাওয়া যাবে। আগ্রাবাদ এক্সেস রোড এবং জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে আপাতত র্যাম্প নির্মাণ করবে না সিডিএ। টাইগারপাস এলাকার পলোগ্রাউন্ড দিকের রাস্তা থেকেও কোন র্যাম্প নির্মাণ করা হবে না। এই এলাকার মানুষকে জিইসি মোড়ের র্যাম্প ব্যবহার করে ফ্লাইওভারে উঠতে হবে। নিমতলা এলাকায় দুইটি র্যাম্প নির্মিত হবে। এর একটি দিয়ে উঠে লালখান বাজারের দিকে আসা যাবে অপরটি দিয়ে সি বিচ থেকে এসে নিমতলায় নামা যাবে। ইপিজেডের সামনে একটি র্যাম্প দিয়ে নামা যাবে এবং ইপিজেডের ভিতর থেকে উঠে আসা একটি র্যাম্প দিয়ে লালখান বাজারের দিকে আসা যাবে। কর্ণফুলী ইপিজেডের কাছে নির্মিত র্যাম্প দিয়ে উঠে লালখান বাজারের দিকে আসা যাবে। ফ্লাইওভার থেকে ফকিরহাটে একটি র্যাম্পে নামা যাবে। আমবাগানে নামার র্যাম্পটি ইতোমধ্যে নির্মিত হয়ে গেছে। উপরোক্ত নয়টি র্যাম্প দিয়েই আপাতত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কানেক্টিভিটি রক্ষা করা হবে বলেও সূত্র জানিয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমাদেরকে ৯টি র্যাম্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য বোর্ড থেকে তাগাদা দেয়া হয়েছে। আমরা চলমান কাজগুলো দ্রুত শেষ করে রাস্তা সংস্কার করে দেবো। বাকি ৫টি র্যাম্প পরবর্তীতে নির্মাণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ওগুলোর ব্যবস্থা থাকবে, যাতে ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে সেগুলো নির্মাণ করা যায়।
সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আমরা টোলের ব্যাপারটি কার্যকর করবো।
উল্লেখ্য, চউকের বোর্ড সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নাম প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে করার প্রস্তাব অনুমোদিত হয়েছিল গত সরকারের আমলে। ২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু হলেও ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গত ২৮ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। বিভিন্ন ধরণের যানবাহন চলাচল শুরু হয়েছে। যানবাহন চলাচলে কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলে টোল আদায় করা হবে বলে উল্লেখ করে ইতোপূর্বে বলা হয়েছিল যে, যান চলাচল শুরুর প্রথম দিন থেকেই টোল আদায় করা হবে। কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো টোল প্রস্তাবের অনুমোদন না পাওয়ায় এখনো টোল নেয়া সম্ভব হচ্ছে না।
এম জি