Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বন ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসছে অজগর

৩০ অক্টোবর, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
বন ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসছে অজগর
দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি :

আবাস সংকোচন ও খাবারের সংকটের কারণে পাহাড় থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে লোকালয়ে ঢুকে আটকা পড়ছে অজগরসহ নানা প্রজাতির সরীসৃপ প্রাণী। চট্টগ্রামের মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নে গত এক বছরে ১৫টির বেশি অজগর লোকালয়ে ঢুকে আটকা পড়েছে। এদের মধ্যে বেশিরভাগই আটকা পড়েছে পাহাড়ি অঞ্চলে আশপাশে কৃষি জমির ফসলের ক্ষেতের সুরক্ষার জালে। চলতি বছরে শুধু উপজেলার করেরহাট ইউনিয়নে আটকা পড়েছে তিনটি অজগর।

সবশেষ বুধবার (১৬ অক্টোবর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বাসাবাড়ির আঙিনায় জালে আটকাপড়া অবস্থায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। অক্ষত অবস্থায় অজগরটি দেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ মহামায়ার বনে অবমুক্ত করা হয়। এর আগে ৯ সেপ্টেম্বর উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের আরেকটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করে করেরহাট রেঞ্জের কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দেড় বছরে অর্ধ সহস্রাধিক সাপ বন থেকে লোকালয়ে ঢুকে পড়েছে। ১৬৫টি সাপ লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ ও রেসকিউ টিমের সদস্যরা।

প্রাণীবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সরীসৃপ প্রাণী বিচরণ করা অঞ্চলগুলোতে দিন দিন খাদ্যের পাশাপাশি পানি সংকটও দেখা দিচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় ঝিরি-ঝরনা বছরের বেশিরভাগ সময় শুকিয়ে থাকছে। খাদ্যের খোঁজে প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ে প্রাণও হারাচ্ছে।

বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি) মিরসরাইয়ের তথ্যমতে, গত এক বছরে মিরসরাইয়ে জীবিত উদ্ধারকৃত সাপের সংখ্যা ১৫০ এর অধিক। যার মধ্যে অজগর ১৫টি। আর বিষধর সাপের মধ্যে রয়েছে- পদ্ম গোখরো, বড় কৃষ্ণ কালাচ, শঙ্খিনী, সবুজ বোড়া। আর বিষ নেই এমন সাপের মধ্যে অজগর, দাঁড়াশ, দুধরাজ, ঘরগিন্নি, লাউডগা, হেলে, বেত আঁচড়াসহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। সবচেয়ে বেশি সাপ উদ্ধার হয়েছে করেরহাট, জোরারগঞ্জ, দুর্গাপুর এই তিনটি ইউনিয়নে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, চলতি বছরের ১০ মাসে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রায় চার শতাধিক মানুষকে সাপে কেটেছে। এরমধ্যে সবশেষ মারা গেছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া জোরারগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থী সীমান্ত নাথ।

মিরসরাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, বিভিন্ন সময়ে লোকালয়ে অজগরসহ বিভিন্ন প্রজাতির সাপ খাদ্যের অভাবে পাহাড়ের নিকটবর্তী কৃষি, লোকালয় মানুষের বসতবাড়ির আঙিনায় এসে আটকা পড়ছে। গত এক বছরে মিরসরাইয়ে ১৫টি অজগর লোকালয়ে ঢুকেছে। যার সবগুলোই স্নেক রেসকিউ টিমের সহযোগিতায় পাহাড়ি বনে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার ও সংগঠনটির চট্টগ্রাম জেলার প্রতিনিধি মো. নাইমুল ইসলাম বলেন, জীববৈচিত্র্য রক্ষার জন্য সাপ রেসকিউয়ের কাজগুলো স্বেচ্ছাসেবী হিসেবে নিজ খরচে করি। এজন্য আমাদের বনবিভাগ কিংবা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। যদি সাহায্য সহযোগিতা পেতাম তাহলে কাজগুলো আরও ত্বরান্বিত হতো।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, উদ্ধারকৃত অজগর ও অন্যান্য সাপগুলোর দেহে কোনো ধরনের ক্ষত এবং বড় ধরনের ইনজুরি ছিল না। সাধারণত কোনো প্রাণী আঘাতপ্রাপ্ত হলে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়। আঘাত না থাকায় চিকিৎসার প্রয়োজন হয়নি।

তিনি আরো বলেন, যে কোনো বন্যপ্রাণীর আবাস ঝুঁকির মুখে থাকলে এবং খাবারের সংকট হলে তারা লোকালয়ে বেরিয়ে আসে। অজগরের ক্ষেত্রেও আবাস সংকোচনের ফলে তাদের খাবার সংকট হচ্ছে। ফলে তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে খাবারের খোঁজে জনবসতি এলাকায় আসছে। এ পরিক্রমায় অনেক সময়ই তারা লোকালয়ে ঢুকে পড়ে আর বের হতে পারে না।

বাংলাপিডিয়া অজগর সম্পর্কে বলছে, এটি সার্পেন্টস বর্গের অন্তর্গত নির্বিষ সাপ। অন্য যেকোন সাপের তুলনায় অজগর দীর্ঘ হয়। এর আঁশ মসৃণ। অজগরের দাঁত অত্যন্ত শক্তিশালী, কিন্তু কোনো বিষদাঁত নেই। গ্রীবা স্পষ্ট, মস্তক প্রশস্ত এবং তুণ্ড দীর্ঘ। অজগর চোয়ালের পেশীগুলো খুবই নমনীয়।

অজগর বড় প্রাণী খায়, মানে ইঁদুর থেকে শুরু করে মানুষ পর্যন্ত গিলে খেতে পারে। মৃত প্রাণী খায় না অজগর। লোকালয়ে ধরা পড়া অধিকাংশ অজগর পাওয়া গেছে হাঁস-মুরগির খামারে, না হয় মাছের ঘের বা পুকুরে। তবে এদের পছন্দের খাবারের তালিকায় রয়েছে ইঁদুর, খরগোশ, ছাগল, ভেড়া, শিয়াল এবং হরিণের মত প্রাণী। খাওয়ার আগে অজগর তার শিকার পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে।

প্রাণিবিদ্যা বিশেষজ্ঞরা বলছেন, অজগরের নয়টি প্রজাতি আছে। তবে, বাংলাদেশে সাধারণত দুই ধরণের অজগর সাপ বেশি দেখা যায়। একটি বার্মিজ পাইথন, এটি স্থানীয়ভাবে ময়াল নামেও পরিচিত। আরেকটি রেটিকুলেটেড পাইথন, এই দ্বিতীয় ধরণটিকে গোলবাহার বা জালি অজগরও বলা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসান বলছেন, যে কোন বন্যপ্রাণীর আবাস ঝুঁকির মুখে থাকলে এবং খাবারের সংকট হলে তারা লোকালয়ে বেরিয়ে আসে। অজগরের ক্ষেত্রেও আবাস সংকোচনের ফলে তাদের খাবার সংকট হচ্ছে। ফলে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে খাবারের খোঁজে আসছে। এ পরিক্রমায় অনেক সময়ই তারা লোকালয়ে ঢুকে পড়ে আর বের হতে পারে না।

তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যেখানে পাহাড় বা ঘন জঙ্গল আছে, সেসব জায়গায় এপ্রিল-জুন এ সময়ে পাহাড়ে অনেক সময় আগুন ধরিয়ে দেয়া হয়। ওই সময় আগুনের কারণে বা প্রচন্ড গরমে মিরসরাই সীতাকুণ্ডসহ বিভিন্ন জায়গায় অজগর বেরিয়ে আসতে দেখা যায়।

এম জি

শেয়ার