চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি জুস ও খাদ্যপণ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে খুলশীর এভার কেয়ার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি প্রোডাক্ট নামের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, আগুনে কারখানার যন্ত্রপাতি ও খাদ্যপণ্য পুড়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কারখানাটি বেশ বড়। সেখানে জুস, চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির যন্ত্র ও কাঁচামাল ছিল। কিছু প্রস্তুত খাদ্যপণ্যও আগুনে পুড়ে গেছে।
রাত ১টার দিকে কাজ শেষ করে ওই কারখানার শ্রমিকরা চলে যায় বলে জানান রাজ্জাক। আগুন লাগার সময় কারখানায় কেউ ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এম জি