ঐতিহ্যবাহী সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের বিএ কলেজ রোডের ফায়ার সার্ভিসের সামনে “আমরা সিরাজগঞ্জবাসীর” ব্যানারে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানববন্ধনের আয়োজক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আইয়ুব আলী, আইনজীবী এ্যাডভোকেট কল্যাণ সাহা, জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ,সহশ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহতাঁতী বিষয়ক সম্পাদক মোঃ আলম ও
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রহমত আলী ও অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী প্রমুখ।
এ সময় প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জরুরী। কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে সবুজ কানন স্কুলের ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায়। তাকে উদ্ধার করতে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট যমুনা নদীতে খোঁজাখঁজি করে ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি ইউনিটকে সিরাজগঞ্জ আনতে আনতেই অনেক শিশু ও বৃদ্ধরা পানিতে পড়ে মারা যায়। তাই আমি হুঁশিয়ারি করে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জে ডুবুরি ইউনিট সংযুক্ত করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে। আমরা চাই না আর কোন মায়ের কোল খালি হোক। মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।’
এনজে