গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য আরো তিনটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মহানগরীর কোনাবাড়ী এলাকায় এম এম নীটওয়্যার, মুকুল নীটওয়্যার, মামুন নীটওয়্যার কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। সোমবার (০৪ নভেম্বর) মহানগরীর কোনাবাড়ী এলাকায় এসব কারখানা রয়েছে। এ নিয়ে দুই গাজীপুরে ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কোনাবাড়ী বিসিক এলাকায় ইসলাম গ্রুপ, রেজাউল অ্যাপারেলস, এবিএম ফ্যাশন, লাইফ টেক্স, এস্ট্রো নীটওয়্যার কারখানার শ্রমিকরা কারখানা অভ্যন্তরে কাজ না করে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে। পরে ওইসব কারখানা আজকের জন্য ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প প্রলিশ-২ (কোনাবাড়ী জোনের) সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, রবিবার কাশিমপুরের ডরিন ফ্যশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর-আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে দাবী মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয় শ্রমিকদের। পরে শ্রমিকেরা তাদের কর্মসুচি প্রত্যাহার করে নেয় এবং মঙ্গলবার (০৫ নভেম্বর) থেকে কারখানার স্বাভাবিক কার্যক্রম চলবে।
কারখানা কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেন, দুপুর আড়াইটা থেকে শ্রমিকেরা অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কাজ বন্ধ রাখে। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার বাহিরে গিয়ে প্রধান ফটকে হামলা করে। তাদের বেশ কিছু দাবি কারখানার কর্তৃপক্ষ মেনে নিয়ে কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ করার পরও কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে কারখানার বাহিরে অবস্থান করে। কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে সোমবার (০৪ নভেম্বর) হতে ওই তিনটি কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে দেয়। অনুকুল পরিবেশ সৃষ্টি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেয়া হবে।
এম এম নীট ওয়্যার কারখানার প্রশাসন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মনোয়ার হোসেন বলেন, কোন শ্রমিকের বেতন বকেয়া নেই। প্রতি মাসের সপ্তম কর্ম দিবসের মধ্যে তাদের বেতন দেওয়া হয়। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার পরও রবিবার তারা অযৌক্তিক দাবিতে কারখানায় বিশৃঙ্খলা করে কাজ বন্ধ করে। এতে উৎপাদনে ব্যাঘাত ঘটে এবং স্বাভবিক কার্যক্রম বিঘ্নিত হয়। কারখানার পরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ৭/৮ টি কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে কাজ না করে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষনা করেন।
গাজীপুর শিল্প প্রলিশ-২ (কোনাবাড়ী জোনের) সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, শ্রমিকদের বেশ কিছু দাবি নিয়ে আমরা মালিক ও শ্রমিক প্রতিনিধিরদের সাথে কথা বলছি। বিসিক এলাকায় ছোটখাটো কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে। শ্রমিকদের অযৌক্তিক দাবিতে এম এম নীটওয়্যার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
এনজে