Top

চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে শিশুসহ ৫ জনের মৃত্যু

০৫ নভেম্বর, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে শিশুসহ ৫ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি :

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাত ও পানিতে ডুবে একদিনে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- উপজেলার এওয়াজপুর ইউনিয়নের দলিল লেখক মোশারেফ হোসেন লিটন (৩৫), একই উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের মো. শিহাব (১৩), উপজেলার ওসমানগঞ্জের কামাল উদ্দিনের শিশু মেয়ে তাসপিয়া (২), রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (আড়াই বছর), আমিনা বাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের বৃদ্ধ মো. সিদ্দিক (৭০)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে চরফ্যাসন উপজেলার দক্ষিণাঞ্চলের ভারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এসময় এওয়াজপুর ইউনিয়নের মোশারেফ হোসেন লিটন নামে এক দলিল লেখকের মৃত্যু হয়। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে গরুকে ঘাস দিচ্ছিলেন। বজ্রপাতে আহত অবস্থায় লিটনকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে তার মৃত্যু হয়।

এ দিকে হাজারিগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের মো. শিহাব বৃষ্টির মধ্যে নদীর পাড়ের মাইনউদ্দিন ঘাটে একটি নৌকায় গিয়ে আশ্রয় নেয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

চরফ্যাশনে উপজেলায় তাসপিয়া খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। একই উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শিশু আবু বক্কর সিদ্দিক খেলতে গিয়ে অসাবধানতা বসত পুকুরে পড়ে যায়। বিষয়টি স্বজনরা দেখে তৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ছাড়াও আমিনা বাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের ৭০ বছরের বৃদ্ধ মো. সিদ্দিক একজন মৃগীরোগী ছিলেন। সকালে ফজরের নামাজের জন্য ওজু করতে গিয়ে পানিতে পড়ে যান তিনি। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে পথে তার মৃত্যু হয়।

বিএইচ

শেয়ার