লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতা নুর নবীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫নভেম্বর) ঐ ইউনিয়নের পূর্ব বটতলী গ্রামের হাওলাদার বাড়ির মৃত আবদুর রহমানের জমি থেকে গাছ কাটার ঘটনা ঘটে। তবে অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন নুরনবী।
অভিযুক্ত নুরনবী পূর্ব বটতলী গ্রামের ফজল করিমের ছেলে ও স্থানীয় যুবদল নেতা।
মৃত আবদুর রহমানের ছেলে শাহাদাত হোসেন বাবু ও মেয়ে কহিনুর আক্তার অভিযোগ করে বলেন, জমিটি আমাদের। কিন্তু নুর নবী জোর পূর্বক তা দখল করতে চাচ্ছেন। এবিষয়টি বিএনপি নেতা এ্যানী চৌধুরীকেও জানানো হয়েছে। তিনি বসে সমাধান করার আশ্বাস দেন। এরপরও এখন জোর করে আমাদের বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমরা এর প্রতিকার চাই।
অভিযোগ অস্বীকার করে নুরনবী বলেন, আমি সরকার থেকে এ জমিটি লিজ নিয়েছি এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। এরপরও যদি তারা তাদের জমি প্রমান করতে পারে আমি ছেড়ে দেবো।
চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক সুমন হোসেন বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আইনশৃঙ্খলার স্বার্থে গাছ কাটা বন্ধ রাখার জন্য বলি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথা ব্যবস্থা নেওয়া হবে।
এনজে