‘বিশ্ব আসর গাইবে একদিন বঙ্গের গীতখানি’ এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনব্যাপি পালানাট্য পার্বণ।অহির বাংলা আয়োজনে গাইবান্ধার সারথি থিয়েটারের সহযোগিতায় তিন ব্যাপি পালানাট্য পার্বণে থাকছে বাউল গান,নৃত্য,গম্ভীরা ও আলকাপ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার পদক্ষেপ মঞ্চে শুরু হয় পালানাট্য পার্বণ। চলবে রবিবার পযন্ত।এ সময় মঞ্চস্থ হয় নোলকজানের পালা,কালিন্দীর গীত সহ শান্দার কইন্যার পালা।এ সময় উপস্থিত ছিলেন,সায়িক সিদ্দিকী,রাজ ইসলাম,জুলফিকার চঞ্চল সহ আরো অন্যরা।
প্রথম দিন নাট্যচার্র্য সেলিম আল-দীন ও দ্বিতীয় দিন সায়িক সিদ্দিকী ও পানুপালকে উৎসর্গ করে বাউল গান,নৃত্য,গম্ভীরা ও আলকাপ অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে এই উৎসবকে ঘিরে সবার মাঝে আনন্দ বিরাজ করছে।
এনজে