Top

বাগেরহাটে “তরুণ সবুজ উদ্যোক্তা”  গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত

০৮ নভেম্বর, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
বাগেরহাটে “তরুণ সবুজ উদ্যোক্তা”  গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে “তরুণ সবুজ উদ্যোক্তা”  গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ও শুক্রবার শহরের একটি অভিজাত হোটেলে একশন এইড বাংলাদেশ ও গ্লোবাল প্ল্যাটফর্ম সেক্রেটারিয়েটের উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবক তরুণদের নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়। এই কর্মশালার মূল লক্ষ্য ছিল বিভিন্ন সবুজ উদ্যোগের বিস্তার ঘটানো এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে কৃষি, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

কর্মশালায় বিভিন্ন বিশ্লেষণমূলক আলোচনায় স্থান পায়, একটি সবুজ উদ্যোগের বৈশিষ্ট্য সমুহ কী, কীভাবে জলবায়ু  বান্ধব ব্যবসা গড়ে তুলতে হয়, কীভাবে উৎপাদিত পন্য বাজারজাত করতে হয় ইত্যাদি।  পণ্য উৎপাদন বা সেবা প্রদানে উদ্ভাবনী প্রযুক্তি, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার এবং কার্বন নিঃসরণ কামানের প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। উদ্যোক্তারা তাদের প্রকল্প ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং পরস্পর সহযোগিতামূলকভাবে নতুন ধারণা বিকাশের জন্য একটি নেটওয়ার্ক তৈরির সুযোগ পান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার, পার্টনারশিপ এবং প্রোগ্রাম মো. আরিফ সিদ্দিকী এবং একশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর সিদরাতুল মুনতাহা।

স্থানীয় স্বেচ্ছাসেবকরা মনে করেন, এই ধরনের কর্মশালা ভবিষ্যতে সবুজ অর্থনীতি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

কর্মশালা শেষে স্বেচ্ছাসেবক দের  পরিকল্পনাগুলোর মধ্যে কার্যকরী পরিকল্পনাগুলোর জন্য একশন এইড বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা করবে বলে জানান একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার পার্টনারশিপ এবং প্রোগ্রাম মো. আরিফ সিদ্দিকী।

বিএইচ

শেয়ার