Top

৭০০ দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত

০৮ নভেম্বর, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
৭০০ দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদের অংশগ্রহণের মাধ্যমে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৭০০ জন দৌড়বিদ। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটি যৌথ ভাবে রায়পুরা ম্যারাথনের আয়োজন করেন।

চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫জন নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৭০০ দৌড়বিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন তারা।

আগে থেকে অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন কারী দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদগণ বৃহস্পতিবার থেকেই রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হতে থাকেন। বিভিন্ন বয়সী দৌড়বিদদের উপস্থিতি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এর আগে, রায়পুরায় দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিক ভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ভোর সাড়ে ৪টায় ম্যারাথন উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোঃ রাশেদ হোসেন চৌধুরী।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান জানান, ভোর ৫টায় শুরু হয়ে নরসিংদী-রায়পুরা সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফের উপজেলা পরিষদে এসে দৌড় শেষ হয়। দৌড়বিদদের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিসসহ ২০০ জন সেচ্ছাসেবী দায়িত্বপালন করেন। ম্যারাথনে বিজয়ীদের ক্রেস্ট, প্রাইজমানি, মেডেল, সনদ ও গাছের চারা প্রদান করা হয়।

ম্যারাথন উপলক্ষে ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। তবে সচল ছিলো বিকল্প সড়কগুলো।

ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোঃ রাশেদ হোসেন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, ওয়াটসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নদীবাংলা গ্রুপের চেয়ারম্যান মনজুর এলাহী, রেইস ডিরেক্টর সবুজ সিকদার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন ও রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার