Top

শেরপুরে মহারশি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা

০৯ নভেম্বর, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
শেরপুরে মহারশি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর বাজারের মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ, কবি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

মহারশি সাহিত্য পরিষদের সভাপতি জামাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কবি ডা. আব্দুল্লাহেল ওয়াফি হুমায়ূন কবীর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কবি শহীদুল ইসলাম, কবিসংঘ বাংলাদেশের সভাপতি কবি রফিকুল ইসলাম আধার, বাংলা একাডেমিক জীবনসদস্য ও বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, কবি-অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি মলয় চন্দন মুখোপাধ্যায়, কবি মুহাম্মদ শামসুল হক বাবু ও কবি-প্রাবন্ধিক ড. আবদুল আলীম তালুকদার।

সংগঠনের সাধারণ সম্পাদক শামছুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় প্রধান আলোচক ছিলেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ও খবর পাঠক রবিউল মাশরাফী, আইয়ুব আকন্দ বিদ্যুৎ, নজরুল ইসলাম, মোস্তাফিজুল হক, মনিরুজ্জামান মুনির, আশরাফ আলী চারু, জীবন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ, শাহজাহান মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে ভাষাসৈনিক-শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান ও কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কবি-লেখক তালাত মাহমুদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এছাড়া অতিথিসহ উপস্থিত কবি-সাহিত্যিকদের প্রতিষ্ঠাবার্ষিকীর উত্তরীয় ও ব্যাগ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সংগঠনের ম্যাগাজিন ও সম্পাদিত গ্রন্থ মহারশির কাব্যকথাসহ কবি শামছুল হক শামীমের জোছনার জল, এরশাদ জাহানের রাতের নাকে চাঁদের ফুল ও জোবাইর আহমাদের স্রষ্টার প্রেমে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

দ্বিতীয় পর্বে সন্ধ্যায় আবৃত্তিতে অনুষ্ঠান মাতিয়ে তোলেন আবৃত্তিকার টিটু মুন্সি। ওইসময় আবৃত্তিকার হৃদয় লোহানীসহ অতিথি ও স্থানীয় কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন কবি-বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কবি-ছড়াকার নুরুল ইসলাম মনি, কবি হাফিজুর রহমান লাভলু, কবি রবিউল ইসলাম টুকু, কবি হাসান শরাফত, কবি মঞ্জুরুল ইসলাম, কবি আজাদ সরকার, কবি জোবাইর আহমাদ, কবি এরশাদ জাহান, কবি মিলন আহমেদ, কবি দুলারী রহমান, কবি মোহাম্মদ শামীম মিয়া, কবি নুরুল ইসলাম নাযীফ, কবি হামিদা ইয়াসমীন, কবি মো. হানজালা, কবি নাসরিন জাহান শিপা, কবি রোজিনা আক্তার, কবি আসমা আক্তার, কবি সুমাইয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিগণ একত্র হওয়ায় অনুষ্ঠানটি কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।

এম জি

শেয়ার