Top

কবি নজরুল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত

১০ নভেম্বর, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
কবি নজরুল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত
এ এইচ সবুজ :

আধুনিকায়নের যুগে সবকিছুই পালটে যাচ্ছে। খেলাধুলা, আড্ডা, গল্প- সবকিছুই এখন প্রযুক্তিনির্ভর। তবে চক্রাকারে সুনির্দিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা, মতামত প্রকাশ, জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে ইতিবাচক চর্চার মাধ্যম হচ্ছে পাঠচক্র। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞানার্জনের অন্যতম বাহন হিসেবে কাজ করে পাঠচক্র। দেশ-বিদেশের বই পাঠ করে বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন ছাত্রছাত্রীদের আরও বেশি পাঠে আগ্রহী করে তোলে।

কবি নজরুল সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের সি ভবন ৩১৪নং কক্ষে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্র অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ গ্রহণ করেন।

পাঠচক্রের মাধ্যমে ল্যারি কলিন্স ও দোমিনিক লাপিয়ের এর লেখা ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ বইটির ঐতিহাসিক ঘটনাবলির স্মৃতিচারণ করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার এর সভাপতিত্বে ও পাঠচক্র কমিটির আহবায়ক অধ্যাপক শিরিন সুলতানার সঞ্চালনায় পাঠচক্রে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা,শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনী উপস্থিত ছিলেন।এছাড়া অন্যান্য বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক মহোদয়গণ উপস্থিত ছিলেন।

পাঠচক্র অনুষ্ঠানে অতিথিরা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তাদের বক্তব্যে বলেন, একটি বই পড়ে একজন মানুষের পক্ষে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব হয়না। একজনের শিক্ষনীয় বিষয়, ভাবনার বিষয় অন্যের সাথে আদান প্রদান করলে বিষয়গুলো সহজে বোধগম্য হয়। এছাড়া পঠিত বিষয়ের উপর ব্যাখ্যা বিশ্লেষণ ও মূল্যায়ন করার ক্ষমতা তৈরি হয়। পাশাপাশি ছাত্র শিক্ষক আলোচনার ক্ষেত্র তৈরি করে মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ তৈরি করা যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দেশীয় ও আন্তজার্তিক সাহিত্যের সাথে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন।

এম জি

শেয়ার