Top

মাদক ও জুয়ার রমরমা ব্যবসা চলছে ঈশ্বরদীর কালাচাঁদ ফকিরের ওরশে

১০ নভেম্বর, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ
মাদক ও জুয়ার রমরমা ব্যবসা চলছে ঈশ্বরদীর কালাচাঁদ ফকিরের ওরশে
তালুকদার রাসেল, পাবনা :

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর নতুনপাড়া এলাকায় চলছে পাঁচ দিনব্যাপী বাবা কালাচাঁদ ফকিরের ১৩ তম ওফাত দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রকাশ্যে চলছে জুয়ার আসর , মাদক সেবন ও ব্যবসা। আর এসব বিষয়ে নিরব ভূমিকায় রয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ওরশের চারপাশে তাবু বিছিয়ে প্রায় দুইশতাধিক মাদকের দোকান বসিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা। এসব দোকানে মাদক ও মাদক সেবনের যন্ত্রও বিক্রি করতে দেখা গেছে। এসব ঝুপড়ি মাদকের দোকানে বিভিন্ন বয়সি মানুষের মাদক সেবন করতে দেখা যায়। তবে উঠতি বয়সী তরুনদের উপস্থিতি সবচেয়ে বেশি। সন্ধ্যা নামার সাথে সাথে মাদকাসক্তদের আনাগোনা বাড়তে থাকে এসব দোকানগুলোতে।

বিভিন্ন জেলা থেকে আগত এসব মাদক ব্যবসায়ীরা জানান, মাজার হলো মাদক সেবন ও বিক্রির সবচেয়ে নিরাপদ স্থান। এখানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করলেও কেউ কিছু বলবে না একারণে নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এই স্থানকেই বেছে নিয়েছেন তারা।

এম জি

শেয়ার