Top

নবীনগরে বিসমিল্লাহ একতা সংগঠনের উদ্যোগে ‘ন্যায্যমূল্যের দোকান’

১১ নভেম্বর, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
নবীনগরে বিসমিল্লাহ একতা সংগঠনের উদ্যোগে ‘ন্যায্যমূল্যের দোকান’
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছেন বিসমিল্লাহ একতা সংগঠনের সদস্যরা। সেখানে বাজারমূল্যের তুলনায় ২ থেকে ১০ টাকা পর্যন্ত কম দামে এসব পণ্য পাওয়া যাচ্ছে। উদ্যোগটির প্রশংসা করেছেন ক্রেতাসহ স্থানীয় বাসিন্দারা। আর সংগঠনের সদস্যরা বলছেন, চলমান বাজার সিন্ডিকেট ভাঙতেই এমন উদ্যোগে শামিল হয়েছেন তাঁরা।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে পণ্য ক্রয় করে এনে সোমবার (১১ নভেম্বর) সকালে তাঁরা সবাই মিলে উপজেলার শ্যামগ্রাম বাজারে পণ্য বিক্রির কাজ শুরু করেন। তাঁদের দোকানে আলু, জালি কুমড়া, শসা, পেঁপে, ফুলকপি, টমেটো, শিম, পটোল,লতি, সবুজ শাক, করলা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন পণ্যের সমাহার দেখা যায়।

তাঁরা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ কয়েক দফা বন্যার কবলে পড়ে। এতে নতুন সরকারের জন্য বাজারমূল্য নিয়ন্ত্রণ দুরূহ হয়ে দাঁড়ায়। এর মধ্যে নতুন করে পুরোনো সিন্ডিকেট আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। সারা দেশেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও কাজ শুরু করেছেন।

এই দোকানের ক্রেতা ও স্থানীয় পল্লী চিকিৎসা শাহিদ আহমেদ বলেন, বাজারে একই ধরনের শাকের আঁটি ১২ থেকে ১৫ টাকা, অথচ সেখান থেকে মাত্র ১০ টাকায় এ পণ্য পাচ্ছেন। এ ছাড়া ৭০ টাকা কেজি দরে কিনেছেন আলু। বাজারে এই পণ্য ৭৫ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তাদের এমন উদ্যোগ আরও বড় পরিসরে করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক ও মূল উদ্যোক্তা মো. আব্দুল্লাহ দুলাল বলেন, কাঁচাবাজারে স্থানীয় সিন্ডিকেট আছে। জনগণের কষ্ট লাঘবে এটি তাঁদের জন্য একটি প্রতিবাদী দোকান। প্রতি সোম ও বৃহস্পতিবারে তারা এই বাজার বসাবেন। যদি ক্রেতাদের চাহিদা বাড়ে তাহলে প্রতিদিন এই দোকান বসাবেন। তিনি আরও বলেন, সিন্ডিকেটে যুক্তরা যদি এটা থেকে শিক্ষা না নেয়, তাহলে আরও বড় পরিসরে দোকান বসাবেন। বাজারে বড় ধরনের বৈষম্য আছে। তাঁরা খুব অল্প পরিমাণে পণ্য কিনেও কম দামে বিক্রি করতে পারছেন। কিন্তু ব্যবসায়ীরা তা পারছেন না। মূলত সিন্ডিকেট ভাঙার জন্যই এ উদ্যোগ।

এম জি

শেয়ার