Top

মতলবে ইকবালের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

১১ নভেম্বর, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
মতলবে ইকবালের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
মতলব উত্তর (চাঁদপুর) চাঁদপুর :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে দেবর-ভাবির পরকীয়ার সম্পর্কের জেরে একই এলাকার বখাটেদের মারধরের ইকবাল হোসেন (২৩) নামে এক শ্রমিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) বিকেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে উপজেলার কালীরবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

জানা যায়, কালীরবাজারের ইব্রাহিম খানের জাহাজের ডগ এ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন নিহত ইকবাল হোসেন। তার সাথে বড়ভাই আনোয়ার হোসেন স্ত্রী ময়না বেগমের সাথে পরকীয় সম্পর্ক ছিল। এই বিষয়টি আশেপাশের এবং তার গ্রামের কিছু লোকজন জেনে ফেলে পরবর্তীতে ময়না বেগমের মোবাইলটি কৌশলে চুরি করে নিয়ে যায় এবং মোবাইলটির রেকর্ডিংয়ে পরকীয়া সংক্রান্তে কিছু কথাবার্তার তথ্য পাওয়া যায়। গত ৭ নভেম্বর রাতে এই রেকর্ডের কথাগুলোকে কেন্দ্র করে ইকবাল হোসেন একই এলাকার মিল্লাত হোসেন, মো. সুজন, আরমান, সাব্বির সহ ৪/৫ জন বখাটে মিলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। টাকা না দিলে রেকর্ডিংয়ের কথাবার্তা ভাইরাল করে দেওয়ার হুমকি-ধমকি দিয়ে থাকে। একপর্যায়ে ইকবাল হোসেনকে ডেকে কালির বাজার লঞ্চঘাটে মারধর করে তারা ১০ হাজার টাকা নিয়ে যায়। শুক্রবার রাতে এ ঘটনায় আবার ইকবাল হোসেনের ভাবি ময়না বেগমের কাছে টাকার জন্য চাপ প্রয়োগ করেন তারা। তিনি টাকা দিতে না পারায় ইকবাল হোসেনের মোবাইলটি নিয়ে যায় সুজন ও মিল্লাত হোসেন, সাব্বির, আরমান, মোবাইলের জন্য ইকবাল হোসেন তাদের কাছে গেলে আবারো মারধরের শিকার হন। সেখান থেকে ইকবাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই লজ্জাজনক ও মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ক্ষিপ্ত এলাকাবাসী খুনিদের গ্রেপ্তার করে ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানান প্রশাসনের কাছে কাছে।

এম জি

শেয়ার