চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের পাইকারী আলুর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। এসময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১১ নভেম্বর) অভিযানে নানা অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।
জানা যায়, রিয়াজ উদ্দিন বাজারের মেসার্স আসিফ ট্রেডার্সকে মূল্য তালিকা থেকে বেশি দামে আলু বিক্রি করায় ১০ হাজার টাকা এবং সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা ও মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের সতর্ক করা হয় এবং জনগণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, গত ৭ নভেম্বর দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকায় ‘ব্যাচেলরদের খাদ্য তালিকা থেকে বাদ পড়ছে আলুও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বিএইচ